বুধবার, জুলাই ২, ২০২৫

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ

আবাসনের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তার আগে সকাল সাড়ে ১০টায় কলেজের মিলন চত্বরে শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস ও পর্যাপ্ত আবাসনের দাবিতে’ অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচি শেষে তাঁরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিল করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আবাসনের সংকটসহ পাঁচ দফা দাবি নিয়ে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের আশ্বাসে আশান্বিত হতে না পেরে শেষ পর্যন্ত তারা কর্মসূচিতে যান।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, চলমান অচলাবস্থা ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

 

সর্বাধিক পঠিত

সম্পর্কিত খবর