বুধবার, জুলাই ২, ২০২৫

নরসিংদীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে মদ তৈরির সময় পুত্রবধূ আটক

নরসিংদীর সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের ভঙ্গারচর গ্রামে আওয়ামী লীগ নেতা হারুন মেম্বারের বাড়িতে মদ তৈরির সময় হাতেনাতে ধরা পড়েছে তার পরিবারের সদস্যরা। এলাকাবাসীর অভিযোগ, হারুন মেম্বারের ছেলে মোবারক হোসেন, যিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচিত, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মদ প্রস্তুত ও বিক্রয়ের সাথে জড়িত।

শুক্রবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী হারুন মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মোবারকের স্ত্রী নুরুন্নাহারকে (৩৫) মদ তৈরির সময় আটক করা হয়। তবে মোবারক হোসেন ও তার মা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে আটক করে এবং সেখান থেকে সাত লিটার মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

এ বিষয়ে স্থানীয় তাঁতী দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন,‘আমরা গোপন সংবাদে জানতে পারি যে হারুন মেম্বারের ছেলে মোবারক, তার স্ত্রী ও শাশুড়ি মিলে মদ তৈরি করছে। এলাকাবাসী মিলে তাদের আটক করি। মোবারক ও তার মা পালিয়ে যায়। দীর্ঘ দুই বছর ধরে এই পরিবার মদের ব্যবসা করে আসছে, কিন্তু ভয় ও প্রভাবের কারণে কেউ কিছু বলতে সাহস পায়নি।’

এলাকাবাসীর অভিযোগ, মোবারকের বিরুদ্ধে ১২-১৩টি মামলা রয়েছে, যার মধ্যে একাধিক হত্যা মামলাও রয়েছে। স্থানীয়দের দাবি, তার পরিবার এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ মদের কারবারে লিপ্ত।

ঘটনাস্থলে উপস্থিত তদন্তকারী কর্মকর্তা এসআই আলাউদ্দিন জানান, ‘আমরা ঘটনাস্থলে এসে মদ তৈরির প্রমাণ পেয়েছি। মোবারকের স্ত্রী নুরুন্নাহারকে আটক করা হয়েছে। তার স্বামী মোবারক পলাতক রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত খবর