মিউজিক ভিডিওর জগতে ইতোমধ্যেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন তরুণ নির্মাতা আল মাসুদ। গানের গল্প ও ভিজ্যুয়ালের মেলবন্ধনে তার নির্মিত ভিডিওগুলো পেয়েছে কোটি দর্শকের ভালোবাসা। এবার নাট্যনির্মাণে পা রেখেই বাজিমাত করলেন তিনি। ব্যতিক্রমী গল্প, সংবেদনশীল নির্মাণ আর হৃদয়ছোঁয়া উপস্থাপনায় তার রচনায়, চিত্রনাট্যে ও পরিচালনায় সদ্য মুক্তিপ্রাপ্ত নাটক ‘অবুঝ বায়না’ ইতোমধ্যেই দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে।
নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং অভিনেতা খায়রুল বাসার। এ ছাড়া আরও অভিনয় করেছেন হায়াতুজ্জামান খান, দীপা খন্ডকার, তৌহিদুল ইসলাম তায়িফ, ডিকন নূর, মিজানুর রহমান এবং শিশু শিল্পী শ্রুতি। সম্পর্কের টানাপড়েন, অনুভবের অনুচ্চারিত ভাষা এবং আবেগের সূক্ষ্ম স্রোত যেন নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। নির্মাতা হিসেবে এটি আল মাসুদের প্রথম কাজ হলেও তার নির্মাণে স্পষ্টভাবেই ধরা দিয়েছে পেশাদারিত্ব ও গল্প বলার মুন্সিয়ানা।
নাটকটিতে ক্যামেরায় ছিলেন চিত্রগ্রাহক সুমন হোসেন, সহযোগী পরিচালক এবং রঙ ও কালার গ্রেডিংয়ের কাজ করেছেন ফারহান আহমেদ রাফাত। সহকারী পরিচালনায় ছিলেন জাহিদুল ইসলাম শাকিল, ফয়সাল চৌধুরী ও কাজল আরফিন অনিক। এছাড়াও সম্পাদনায় ছিলেন অনিক নিজেই। আর্ট ডিরেকশনে ছিলেন আরিফকল্লান খান, এবং মেকআপে ছিলেন মোহসিন আহমেদ।
টাইটেল সং ‘অবুঝ বায়না’-তে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী জিসান খান শুভ, যিনি গানটির কথা ও সুরও করেছেন। সংগীত আয়োজন করেছেন আমজাদ হোসেন, গিটারে ছিলেন শামসুজ্জামান, আর বাঁশিতে ছিলেন পাভেল। নাটকটি প্রকাশ পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। প্রকাশ পাবার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা নাটকের গল্প, সংলাপ ও দৃশ্যবিন্যাস নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।
নাটক সম্পর্কে আল মাসুদ বলেন, ‘এটা আমার পরিচালিত প্রথম নাটক। আমি অনেক কল্পনা, অনুভব, ভালোবাসা দিয়ে কাজটা করেছি। দর্শকদের কাছ থেকে এমন সাড়া পেয়ে আমি আনন্দিত।’
আল মাসুদ কেবল একজন নির্মাতা নন। তিনি একাধারে গীতিকার, সুরকার, গায়ক, আর্কিটেক্ট ও সফল ব্যবসায়ী। গানের ভুবনে তার ‘রাজকুমারী’ গানটি মানুষের হৃদয়ে জায়গা করে নেয় অনেক আগেই। গানটির এক অজানা প্রেমকাহিনির সূত্র ধরেই তা হয়ে ওঠে অসংখ্য মানুষের প্রিয়। এছাড়া ‘চল হাওরে’ শিরোনামে তার নতুন একটি মৌলিক গানও প্রকাশের অপেক্ষায় রয়েছে।
পরিচালক হিসেবে মিউজিক ভিডিও দিয়েই শুরু হয়েছিল তার পথচলা। লুৎফর হাসানের ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’, ‘সন্ধ্যার চোখ’ কিংবা নাহিদ হাসানের ‘তোমার পিছু ছাড়ব না’ গানগুলো তার পরিচালনায় নতুন আলোয় এসেছে। নিজের প্রোডাকশন হাউস ‘ছবিমিস্ত্রি’-কে কেন্দ্র করে আল মাসুদের নির্মাণ স্বপ্ন এখন পরিণতির পথে।