জাতীয়তাবাদী ছাত্রদলের নরসিংদী জেলা শাখার অধীনস্থ কলেজ ছাত্রদলের একটি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
যেখানে দেখা গেছে, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের স্বাক্ষরিত আংশিক কমিটিতে স্থান পেয়েছে ‘নরসিংদী সরকারি মহিলা কলেজ’, ‘মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ’ এবং ‘করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদ্রাসা’।
তবে নবগঠিত মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ শাখা কমিটি নিয়ে নেটিজেনদের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উক্ত এলাকার স্থানীয় বাসিন্দারা।
তাদের মতে, ‘মাধবদীর একমাত্র ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির কোনো গ্রহণযোগ্যতা নেই। এতে করে সুশিক্ষার পরিবেশ নষ্ট হবে এবং শিক্ষার্থীরা পড়াশোনার বদলে বিকল্প পথের দিকে ঝুঁকে পড়ে।’
এ বিষয়ে মাধবদী থানা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সমাজসেবক আল-আমিন সরকার তার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে লেখেন, ‘মাধবদীতে শিক্ষার পরিবেশ এমনিতেই অনেকটা নিম্নমুখী। তার উপর এখানকার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠানটিতে রাজনৈতিক কমিটি গঠন অপ্রত্যাশিত বলে মনে করি। মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞ পরিচালনা পরিষদ ও মাধবদীর সম্মানিত নীতিনির্ধারকগণ বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে আশা রাখি।’
তবে কমিটি দেওয়ায় বেশ উচ্ছ্বসিত নরসিংদী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের মতে, ‘নারী রাজনীতি পড়াশোনা নষ্ট করবে না, বরং নিজ অধিকার আদায় ও শৃঙ্খলভাবে সাংস্কৃতিক উৎসব পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।’