স্বপ্ন হাজার চোখ জুড়ে তার ভর করে
এক অনাবিল সুখটা হৃদে ঘর করে।
খেটেখুটে মরেন তিনি সংসারে
বেঁচে আছি আমরা আলোর ঝংকারে।
একটি জামা ছেঁড়টেড়া গায় পরেন
আমার আছে পাঁচটি তবু হায় করেন-
বলেন খোকা নে নে নে আর দুটো
আমারটা নয় আছে বাছা চার ফুটো।
তুই তো সোনা যাসরে খোকা স্কুলে
সেথায় গিয়ে বসিছ না আর পিছকূলে।
মানুষ তোকে হতেই হবে শোন্ বাবা
তোকে নিয়ে স্বপ্ন দেখে মন বাবা ।
আমার শত কষ্টে হলেও থামবি না
পড়ার সময় পড়বি পড়া ঘামবি না।
বাবার কথা শুনে চোখে জল আসে
আমার মনে তখন কি আর ছল ভাসে?
বলি বাবা দোয়া করো আজ আমায়
ভালোবাসার দাও পরিয়ে তাজ আমায়।
TAGGED:কবিতা