রুপালি পর্দায় ফিরুক সেই হারানো জৌলুশ আইশা খান

“আমিও চাই সিনেমার দিন রঙিন হোক” ঈদের সাফল্যে উচ্ছ্বসিত আইশা খান

এই সময়ের জনপ্রিয় মুখ আইশা খান। মডেলিং, উপস্থাপনা হয়ে এখন নিয়মিত কাজ করছেন অভিনয়ে। স্বল্প সময়ের মধ্যে দর্শকমনে জায়গা করে নিয়েছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। টিভিসি কিংবা নাটক—সব মাধ্যমেই নিজের মেধা ও অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। এবার ঈদেও তিনটি নাটকে হাজির হয়ে প্রশংসা কুড়িয়েছেন।

ঈদ কাটলো কেমন?
“খুব ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ,” বললেন আইশা। পরিবারের সঙ্গে সময় কাটানোই ছিল তাঁর প্রাধান্য। ঈদের পর কিছুটা নিভৃতেও ছিলেন। “ঈদের আগে ব্যস্ত শুটিং নিয়ে, তাই ভেবেছিলাম ঈদে একটু নিরিবিলি থাকি। এখন দেশের বাইরে আছি, তাই মেসেঞ্জার ছাড়া অন্যসব মাধ্যমে আপাতত অনুপস্থিত। দেশে ফিরলেই সব চালু করব।”

নাটকের সাড়া কেমন পেলেন?
এই ঈদে মুক্তি পেয়েছে ‘সে প্রথম প্রেম আমার’, ‘দহন’ ও ‘তোমার মায়ায়’ নাটকগুলো। নাটকগুলোর ভিউ মিলিয়ন ছাড়িয়ে গেছে। তবে আইশা মনে করেন, সহশিল্পীদের ফ্যানবেজই এখানে বড় ভূমিকা রেখেছে। “জোভান ভাই, ফারহান ভাই—তাঁদের নিজস্ব দর্শকগোষ্ঠী আছে। আমি মাত্র দুই বছর নাটকে কাজ করছি। তাঁদের তুলনায় আমার দর্শক এখনো অনেক কম,” বলেন আইশা।

এই ঈদে ওটিটিতে আশফাক নিপুণ ও শিহাব শাহীন পরিচালিত কাজ এলেও দর্শকের আগ্রহ বেশি ছিল সিনেমা ঘিরে। আইশা বলেন, “আমি চাই সিনেমার দিন আবার রঙিন হোক। বছরে অন্তত ৬০-৭০টা ছবি মুক্তি পাক। সেই সোনালি দিনগুলো ফিরে আসুক।”

‘গুণ্ডা’ নাটকের কোটি ভিউ নিয়ে উচ্ছ্বসিত?

নিলয় আলমগীরের সঙ্গে করা নাটক ‘গুণ্ডা’ ইতোমধ্যেই কোটির ঘরে ভিউ পেয়েছে। এর আগেও মুশফিক আর ফারহানের সঙ্গে করা ‘দুই জীবন’ নাটক ১ কোটি ৬০ লাখ ভিউ পেয়েছিল। “নিলয় ভাইয়ের বিপরীতে নতুন মুখ হিসেবে দর্শক আমাকে পছন্দ করেছেন। তবে আমি মনে করি, অন্য কাউকে নিলেও ‘গুণ্ডা’ এ সাড়া পেত,” জানালেন আইশা।

তৌসিফ মাহবুব, জোভান, নিলয়, ফারহান—সবাইকে নিয়েই দারুণ কাজের অভিজ্ঞতা তাঁর। তৌসিফ ও জোভান চরিত্রে আইশাকে মেলাতে সব সময় সাহায্য করেন। নিলয় স্পটে থাকেন একেবারে রিল্যাক্স মুডে। আর ফারহানের সঙ্গে আইশার বন্ডিং সবচেয়ে ভালো—একসঙ্গে করেছেন সবচেয়ে বেশি নাটক।

এবার ভালোবাসা দিবসের নাটক নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করলেন আইশা। অধিকাংশ নাটক মুক্তিই পায়নি। ‘গুণ্ডা’, ‘ব্যথার বাগান’ এবং ওটিটিতে ‘নেক্সট ডোর নেইবার’—এই তিনটি কাজই শুধু এসেছিল দর্শকের সামনে।


গত তিন বছর ওটিটিতে নিয়মিত কাজ করার পর আইশা জানিয়েছেন, এই বছর একটু বিরতিতে থাকতে চান। তবে ভালো চরিত্র ও শক্ত নির্মাতার প্রজেক্ট পেলে আগামী বছর আবার ফিরবেন।


সোহেল আরমানের ‘সংবাদ’ নামের একটি চলচ্চিত্রে কাজ শুরু করলেও শুটিংয়ের প্রথম লটের পর আর কোনো অগ্রগতি হয়নি। “প্রযোজক বা নির্মাতা কেউই যোগাযোগ করেন না। এমন হলে মন ভেঙে যায়,”—উদ্বেগ প্রকাশ করলেন আইশা।

আসন্ন কোরবানির ঈদের প্রস্তুতি
দেশের বাইরে থাকলেও কোরবানির ঈদের কাজের জন্য নির্মাতাদের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ রাখছেন তিনি। পরিকল্পনা চলছে, শিগগিরই শুটিং শুরু করবেন বলেও জানালেন।

তরুণ প্রজন্মের এই অভিনেত্রী চান নাটক, ওটিটি ও সিনেমা—সব মাধ্যমেই আবার প্রাণ ফিরে পাক। তাঁর আশা, “সবার ভালোবাসা পেলে পথচলা আরও সুন্দর হবে।”

Share This Article
- Advertisement -
Ad imageAd image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
কাশ্মীরে পহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় ২৬ জন নিহত

কাশ্মীরের পহেলগাম পর্যটন কেন্দ্রে শনিবার রাতে তিন সশস্ত্র হামলাকারীর গুলিতে…

পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

প্রাইমএশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা…

পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর রেজিস্ট্রেশন শুরু

বাংলাদেশে শুরু হয়েছে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (PMNC) ২০২৫-এর জন্য…

মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজে ছাত্রদলের কমিটি: নেটিজেনদের সমালোচনা

জাতীয়তাবাদী ছাত্রদলের নরসিংদী জেলা শাখার অধীনস্থ কলেজ ছাত্রদলের একটি আংশিক…

ধানমন্ডিতে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, যুবক আটক

ধানমন্ডিতে প্রাইভেটকার পার্কিংয়ের ঘটনায় চাঁদা দাবি, যুবক আটক রাজধানীর ধানমন্ডির…

কাশ্মীরে পহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় ২৬ জন নিহত

কাশ্মীরের পহেলগাম পর্যটন কেন্দ্রে শনিবার রাতে তিন সশস্ত্র হামলাকারীর গুলিতে অন্তত ২৬ জন পর্যটক নিহত ও অগণিত আহত হয়েছে, স্থানীয়…

পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

প্রাইমএশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি তার…

পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর রেজিস্ট্রেশন শুরু

বাংলাদেশে শুরু হয়েছে পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (PMNC) ২০২৫-এর জন্য নিবন্ধন কার্যক্রম। শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া…