কাকলীতে টিকিট ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা ভূইয়া পরিবহন নামের একটি বাস কাউন্টার ভেঙে ফেলে।
জানা যায়, টিকিট কাটার পর দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পাওয়ায় যাত্রীরা হতাশ হয়ে পড়ে। এই নিয়ে কাউন্টারের কর্মীদের সাথে যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়।
কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে যাত্রীরা কাউন্টারটি ভাঙচুর করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাস সেবা ও টিকিট ব্যবস্থাপনার দূর্বলতা নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে
(গত ৬ ফেব্রুয়ারি) ঢাকার বিভিন্ন রাস্তায় শুরু হয়
টিকিট কাউন্টারভিত্তিক বাস পরিচালনা কার্যক্রম।
প্রাথমিক ভাবে প্রায় দুই হাজার ৬১০টি বাস নিয়ে এ কার্যক্রম উদ্ভোদন করা হয়। কিন্তু এখন পর্যন্ত ঢাকার রাস্তায় দেখা মিলছে না পর্যাপ্ত বাসের। ফলে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা।
রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইন। এছাড়াও কাউন্টারগুলোর বিরুদ্ধে যাত্রীদের রয়েছে নানা হয়রানি ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।