আজ(সোমবার) শুরু হয়েছে তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি। দলীয় সূত্রে জানা যায়, তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে লালমনিরহাট তিস্তা রেল সেতুসংলগ্ন এলাকায় আজ সকালে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কর্মসূচি চলমান থাকবে আগামী ৪৮ ঘণ্টা। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বক্তব্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি ঘটবে।